কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা যান।
শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন, এসব তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৭ জন উপসর্গ নিয়ে মোট ১৪৬ জন ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.০৮ শতাংশ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ