কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষনিক ভাবে ঢাকা জেলার মিরপুরের বাসিন্দা গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম (৬০) এর নাম জানা গেছে। নিহত সিএনজি চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার (২০ মে) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, একটি দ্রুতগামী ট্রাকের সাথে লাহিনী বটতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই হেলেনা বেগম নামের এক নারী নিহত হয়। সিএনজি চালকসহ আরো এক যাত্রীকে স্থানীয়রা মুহুর্ষ অবস্থা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সিএনজি চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। সেই সাথে ঘাতক ট্রাকটিকেও আটক করেছে।