কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাক থামিয়ে দুই ব্যবসায়ীকে মারধর করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাই করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) ভোররাত ৪টার দিকে মিরপুর পৌরসভার মোশাররফপুর গৌরস্থানের সামনে ছিনতাই সংঘটিত হয়।
মিরপুর পৌরসভার নওপাড়ার মৃত হাজী ফজলুল হকের ছেলে আশরাফুল হক বুলু (৬২) ও একই এলাকার কিতাব আলীর ছেলে দোয়াত আলী (৫৫) সেহেরি খেয়ে ট্রাক নিয়ে বগুড়ার জামতলী হাটে ধান কেনার জন্য রওনা হন। ছিনতাইকারীরা পথে ডালপালা ফেলে ট্রাকের গতিরোধ করে। পরে মারধর করে ও ভয় দেখিয়ে দুইজনের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তফা জানান, ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ