কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মীকে নির্যাতন; ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার করলো পুলিশ

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মেঘনা নামের এক গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন পুলিশ। গৃহকর্মী মেঘনা খাতুন (২৫) মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের পূর্বপাড়া এলাকার বিমল কুমারের মেয়ে। ৯৯৯ থেকে কল পেয়ে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ৯৯৯ থেকে কল পেয়ে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে ভর্তি করেছি। কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার চোখে আঘাতের চিহৃ রয়েছে বলে চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে বিকেল সাড়ে ৫টায় ওই রোগীর জ্ঞান ফিরেছে বলেও চিকিৎসক জানান।

হাসপাতালে চিকিৎসাধীন মেঘনা জানান, আমি মেহেরপুর শহরের মুখার্জিপাড়া এলাকার সোহেল ও রিয়া দম্পত্তির বাড়িতে আয়া হিসেবে কাজ করি। গৃহকর্তা সোহেল আমাকে একা পেলেই কু-প্রস্তাব দেন। তার কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় আমাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। আজ (বুধবার) সকালে আমাকে আবারও কু প্রস্তাব দেন গৃহকর্তা সোহেল। তার কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় তিনি আমাকে প্রচন্ড মারপিট করে। আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে ফেলে রেখে যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মকলেছুর রহমান জানান, ওই নারীর শরীরের চোখের ওপর ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে চোখের চিকিৎসককে দেখানোর জন্য বলা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি জুলফিকার আলী বলেন, বিষয়টি এখনো আমাদের থানায় আসেনি। খোঁজখবর পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More