কোটচাঁদপুরে ডাকাতির মামলায় জামাই-শ্বশুর গ্রেফতার

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পৌর এলাকার জাবড়েখেত পুলিশ চেকপোস্টের কাছে ডাকাতির ঘটনায় জামাই-শ্বশুরকেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত নিকার আলী ম-লের ছেলে আমির ম-ল (৫০) ও কালীগঞ্জ উপজেলার কালোখালী গ্রামের মৃত আহম্মদ গুলজারের ছেলে আব্দুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সর্ম্পকে জামাই-শ্বশুর। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ইন্সপেক্টর ইমরান আলম জানান, প্রযুক্তির মাধ্যমে ডাকাতিকালে ছিনিয়ে নেয়া ভুক্তভোগীর একটি মোবাইলের লোকেশন সর্ম্পকে নিশ্চিত হয়ে রোববার রাতে বলরামপুর গ্রাম থেকে আমির আলী ম-লকে গ্রেফতার করা হয়। পরে তার কথপোকথনের সূত্র ধরে কালীগঞ্জ উপজেলার কালোখালী গ্রাম থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এসময় আমির আলীর জামাই ওই গ্রামের আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাকাতির ঘটনায় শ্বশুর আমির আলীর সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হলে এ মামলার আসামি করে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠায়। তদন্তকারী কর্মকর্তা জানান, আদালতে আসামি আমীর আলীর ৭ দিনের রিমান্ড আবেদন ও আব্দুর রহমানকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী করা হবে। গত ৪ অক্টোবর কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা সড়কের পুলিশ চেকপোস্টের কাছে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সেই রাতে একটি ১৬০ সিসি আ্যাপাসি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদের লাঠির আঘাতে মোটরসাইকেল আরোহী রাসেল (২৮) আহত হন। পরে ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোটচাঁদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। এর আগে এ মামলার অন্যতম আসামি মোস্তফা মালিতা ওরফে মোস্তকে গ্রেফতার করা হয়। তার নামে থানায় বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More