স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাধু মালিথা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার পটলক্ষেত থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সোমাবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে গাঁজা চাষের অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ জানান, দামুড়হুদার জয়রামপুর গ্রামের মাঠে গাঁজা চাষ করছে এক মাদক ব্যবসায়ী এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় সাধু মালিথাকে তার নিজ পটলেরক্ষেত থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পটলক্ষেত থেকে উদ্ধার করা হয় ৩টি গাঁজা গাছ। আটক সাধু মালিথা একই গ্রামের নিজাম মালিথার ছেলে। তিনি আরও জানান, গাঁজা চাষের অপরাধে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, দর্শনা পণ্যাগারের পরিদর্শক আবু নায়েম কাজি মোহাম্মদ নুরুন্নবী, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা।