গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে স্যালোইঞ্জিন চালিত অবৈধ অটোতে ওঠার সময় ছিটকে পড়ে হানুফা খাতুন নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মায়ের সাথে বাড়ি ফেরার সময় বাজার দারুস সালাম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। হানুফা খাতুন (১৮) কসবা গ্রামের আব্দুল হান্নান হানার মেয়ে। সে একজন বাকপ্রতিবন্ধী।
জানা গেছে, প্রতিবন্ধী হানুফা তার মায়ের সাথে শিশিরপাড়া গ্রামে খালুর বাড়িতে ছিলো। হানুফাকে নিয়ে গতকাল দুপুরে তিনি বাড়ি ফিরছিলেন। মসজিদের সামনে থেকে গাংনী-বারাদী সড়কে চলাচলকারী অটোতো উঠতে গিয়ে ছিটকে পড়ে ঘাড়ে আঘাত পায় হানুফা। এসময় তাকে নেয়া হয় গাংনী হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, আকস্মিকভাবে ঘাড় ও মাথায় আঘাত লাগায় হানুফার মৃত্যু হতে পারে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত। মরদেহ পরিবারের লোকজন নিজ বাড়ি নিয়ে গেছেন।