গাংনী প্রতিনিধি: খেলা করতে গিয়ে পানিতে ডুবে লাশ হলো শিশু জিহাদ। তিন বছর বয়সী শিশুপুত্র জিহাদকে হারিয়ে পাগলপ্রায় তার পিতামাতা। মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের আজমাইন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে মসজিদের কাছে খেলছিলো শিশু জিহাদ। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে সে মসজিদের পাশে টুটুল হোসেনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন। এক পর্যায়ে ওই পুকুরে ভেসে ওঠে জিহাদের মরদেহ। শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও গ্রামবাসীর মনে শোকের ছায়া নেমে এসেছে।