গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে এক নারী পুলিশ কনস্টেবেলের স্কুটির ধাক্কায় সাথু ম-ল (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জুগিন্দা মোড় নিকটবর্তী এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথু ম-ল জুগিন্দা গ্রামের অমিরন্দ্র ম-লের ছেলে।
জানা গেছে, আমঝুপি গ্রামের নারী পুলিশ সদস্য সীমা খাতুন জুগিন্দা গ্রাম থেকে নিজ গ্রামে ফিরতে দ্রুতগতিতে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী সাথু ম-লকে ধাক্কা দিয়ে চলে যান। স্থানীয়ারা আহত সাথুকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল এ নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত খবর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ