গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু জিনিয়া (৮) অবশেষে মারা গেছে। সোমবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশু জিনিয়া মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের ফল ব্যবসায়ী জিনারুল ইসলামের মেয়ে। এর আগে শিশু জিনিয়া সোমবার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গাংনী মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী জিনিয়া খাতুন সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।