চুয়াডাঙ্গার ঝাঝরি গ্রামে একক গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক

গৃহহীন থাকবে না একটি পরিবারও বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্ন
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনঃবাসনের লক্ষে একক গৃহনির্মাণ প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করতে আশ্রয়ন প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্দেশ্য মুজিব শতবর্ষে দেশের একজন মানুষও যেনো গৃহহীন না থাকে। চলমান উন্নয়নের মাঝেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মুজিববর্ষে দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সরকার সব ভূমিহীন, গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেবে। এরই ধারাবাহিকতায় বেগমপুরের ঝাঝরি গ্রামে ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবারের জন্য নির্মিত হচ্ছে গৃহ। ঘরের পাশাপাশি থাকবে সুপেয় পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা। এই প্রকল্প বাস্তবায়ন হলে অসহায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারগুলোর স্বপ্ন পূরণ হবে। পাবে মাথা গোজার ঠাঁই। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাক (রাজস্ব) শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, বেগমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম উদ্দিন, বিএনপি নেতা আসলাম উদ্দিন প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More