স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে এঘটনা ঘটে। আহতরা হলেন, সাতগাড়ির দক্ষিন গোরস্থানপাড়ার মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে মোমিন (৩০), ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মিনাল উদ্দিন (২৯)। এঘটনার পরই অভিযুক্ত মেহেদি হাসানকে আটক করে সদর থানা পুলিশ।
আহতরা বলেন, গতকাল দুপুরে মেহেদি হাসান তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। তার মা টাকা দিতে অস্বীকার করাই ঘরে থাকা বটি দিয়ে কোপাতে যায় মেহেদি হাসান। এসময় প্রতিবেশি মোমিন ও মিনাল উদ্দিন ঠেকাতে গেলে তাদেরকে ও কুপিয়ে জখম করে । খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সাতগাড়ি থেকে আটক করে অভিযুক্ত মেহেদি হাসানকে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আহতদের অবস্থা শঙ্কামুক্ত। একজনের মাথায় ও অপর জনের হাতে কোপের জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ খান বলেন, সাতগাড়িতে মারামারি ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ