চুয়াডাঙ্গায় কয়েকজন চিকিৎসকের কাছে অজ্ঞাত স্থান থেকে ফোনে চাঁদাদাবি

স্টাফ রিপোটার: অজ্ঞাত স্থান থেকে পৃথক দুটি মোবাইল নাম্বার দিয়ে চুয়াডাঙ্গার কয়েকজন চিকিৎসককে ফোন করে দাবি করা হয়েছে চাঁদা। চরম আতঙ্কে রয়েছে চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা।
জানা গেছে, চুয়াডাঙ্গার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন, তার স্ত্রী ডা. সালেহা খাতুন, ইম্প্যক্ট’র চিকিৎসক পারভিন ইয়াসমিন, কুষ্টিয়া আড়াইশ বেড হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক নুরুন্নাহার, ডা. সাহিদা বেগম ও মেহেরপুর হাসপাতালের ডা. মোখলেসুর রহমানের মোবাইল ফোনে গত পরশু রোববার দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পৃথকভাবে দুটি নাম্বার ব্যবহার করে অজ্ঞাত স্থান থেকে ফোন করা হয়। প্রত্যেক চিকিৎসককে অভিন্ন ভাষায় চাঁদাবাজ চক্রের সদস্য নিজেকে সর্বহারা পার্টির নেতা দাবি করে বলে তাদের দলের বেশ কয়েকজন সদস্যরা অসুস্থতার কারণে ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। চাঁদাবাজ চক্রের সদস্যরা ০১৭৩৬-২৪৭৫৫৪ ও ০১৪০৩-৬৯৫৯৯২ নাম্বার থেকে চিকিৎসকদের কাছে ফোন করেছিলো বলেও জানা গেছে। তবে ১৫ জন চিকিৎসকের কাছে এভাবে চাঁদাদাবির কথা শোনা গেলেও অন্যদের ব্যাপারে জানা যায়নি। এ ঘটনায় চিকিৎসকদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী বা অভিযোগ করা হয়েছে কি-না তা জানা যায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More