চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাখিভ্যানের ধাক্কায় খাইরুন্নেছা নামের এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খাইরুন্নেছা আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের মৃত সবের আলী মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষর্দীরা জানায়, রোববার সকালে খাইরুন্নেছা বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামীর একটি পাখিভ্যান খাইরুন্নেছাকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা খাইরুন্নেছাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, খাইরুন্নেছা মাথায় ও শরীরের বিভিন্নস্থানে গুরুরত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভর্তির চার ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় হাসপাতালে কর্তৃপক্ষ খাইরুন্নেছার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। বিকেলেই মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নেয়া হয়। রাতেই দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ