স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির অদূরে এদূর্ঘটনাটি ঘটে। আহত হেলাল উদ্দিন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের রাজ্জাকের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল সকালে হেলাল উদ্দিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চিৎলা মোড়ে যাচ্ছিল। এসময় রাস্তা বাড়ির অদূরে কাদায় আটকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পাকা পড়ে গুরুতর আহত হেলাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, হেলাল উদ্দিনের অবস্থা শঙ্কামুক্ত। তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে৷ প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ