চুয়াডাঙ্গায় ৫ মোটরসাইকেল চালককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ব্যস্ত সড়কে মোটরসাইকেল রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫ মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে শহরের হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে যানজটের কারণে চিকিৎসা নিতে আসা হাজারো মানুষকে চরম ভোগান্তি পোয়াতে হয়। এ বিবেচনায় প্রশাসন থেকে এই সড়কে যানবাহন চলাচল একমুখী করা হয়। একমুখী সড়ক আইন অমান্য করায় এ সড়কে যানজট সমস্যার নিরসন হচ্ছে না। বিষয়টি প্রশাসনের নজরে আসলে রোববার দুপুরে হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দু’ধারে এলোপাতারি মোটরসাইকেল রাখার দায়ে ৫ জনকে ২ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় একাধিক মোটরসাইকেল চালক ও ইজিবাইক চালককে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More