চুয়াডাঙ্গা গুলশানপাড়ার একজনের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পৌর শহরের গুলশানপাড়ার বাসিন্দা। এ দিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬০৭ জনে। গতকাল বৃহস্পতিবার ১৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে জেলার স্বাস্থ্য বিভাগের হাতে। গতকাল আরও ২০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাওয়া ১৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১ হাজার ৬০৭ জন। তার মধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৭৩ জন।
গতকাল নতুন ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৪। রিপোর্ট এসেছে ৬ হাজার ৬৩১ জনের। গতকাল বৃহস্পতিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৮ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৬১ জন।
এদিকে শীতের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারংবার অভিমত দিয়ে আসছেন। ফলে সরকারিভাবে আবারও করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রচার-প্রচারণার পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে পুনঃ পুনঃ তাগিদ দেয়া হচ্ছে। সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেলে আবারও দেশে লকডাউনের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে দেশবাসীকে।