চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী শহিদুল হক অসুস্থ হওয়ায় বারের সাধারণসভা মূলতবী ঘোষণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণসভা মূলতবী ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র আইনজীবী আলহাজ শহিদুল হক কোর্ট জামে মসজিদে যোহর নামাজ আদায়কালে চেয়ার থেকে পড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাধারণ সভাটি তাৎক্ষণিকভাবে মূলতবী ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। অসুস্থ আইনজীবী শহিদুল হককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন। সাধারণ সভাটি আগামী বৃহস্পতিবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে বলেও সভায় জানানো হয়।
সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন। সভায় সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান, মারুফ ছরোয়ার বাবু, শহিদুল হক, সোহরাব হোসেন (১), ইউনুস আলী, মোসলেম উদ্দিন (২), খন্দকার অহিদুল আলম মানি, জিল্লুর রহমান জালাল ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। সভায় অঢিট রিপোর্ট উপস্থাপন করেন অডিট কমিটির সদস্য অ্যাড. হানিফ উদ্দিন। সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল খালেক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন ও মাসুদ পারভেজ রাসেল
সাধারণ সভায় অডিট রিপোর্ট প্রসঙ্গে আলোচনা, ওকালতনামা ফরম বিক্রির মূল্যে ৪০০ টাকা বৃদ্ধিকরণ, বারে নতুন আয়ের উৎস খুঁজে বের করা এবং দুই ঈদের উৎসব ভাতা প্রদানের তহবিল গঠনসহ বারের উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। সাধারণসভার শুরুতেই বারের সভাপতি আলমগীর হোসেন বারের উন্নয়ন ও আইনজীবীদের উন্নয়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। এরমধ্যে বারের ফান্ডের উন্নয়ন কিভাবে বৃদ্ধি করা যায় সেবিষয়ে সকলের দায়িত্বশীল বক্তব্য আশা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More