চুয়াডাঙ্গা জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১২ ডিসেম্বর

বিএম মোজাম্মেল হকের সাথে এমপি ছেলুন জোয়ার্দ্দারসহ নেতাকর্মীদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ডিসেম্বর সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকেলে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি এ তারিখ নির্ধারণ করেন।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার বিকেল ৪টায় খুলনা বিভাগীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, যুগ্মসম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। পরে নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক জনপথ ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের এমপির ধানমন্ডিস্থ কার্যালয়ে দেখা করে চুয়াডাঙ্গার সম্মেলনে প্রধান অতিথির হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন সকাল ১০টায় চুয়াডাঙ্গাা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম প্রবীণ সদস্য কাজী জাফরউল্লাহ।

প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক জনপথ ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য, অ্যাড. মো. আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সঞ্চালনায় থাকবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০১৫ সালে ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। চলতি বছর একাধিক বার সম্মেলন তারিখ নির্ধারণ করা হলেও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন অসুস্থ থাকার কারণে পরিবর্তন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More