স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খানকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন করে সিনিয়র সহসভাপতি মো. তৌফিক এলাহীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সহদফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠন শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার দায়ে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. শাহজাহান খানকে নিজ পদ-পদবি থেকে অব্যাহতি দিয়ে জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. তৌফিক এলাহীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হলো। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। এ সিদ্ধান্ত ২৮ নভেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
পূর্ববর্তী পোস্ট
২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা : চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকা পেলেন টোটন জোয়ার্দ্দার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ