চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় বীমা দিবস উদযাপন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার: ‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’ এ সেøাগানে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। দেশের অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনাসভায় বক্তরা বলেন, বীমা প্রতিষ্ঠানগুলো সাধারণ জনগণের মধ্যে সঠিকভাবে সেবা প্রদান করাসহ বীমা সুরক্ষা করলে দেশ এগিয়ে যাবে বলে সভায় বক্তারা মত পোষণ করেন। দেশের বীমা খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে যাতে করে সর্বস্থরের মানুষ বীমার পলিসি গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন তা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা খাতের উন্নয়নের লক্ষে ২০২০ সালের ১ মার্চ বীমা দিবস ঘোষণা করেন। ইতিমধ্যে বীমার আওতায় সবাইকে আনার জন্য সরকারের পক্ষ থেকে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার ফলে বীমা অঙ্গন অনেকটা এগিয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গায় বীমা দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জীবনবীমা কর্পোরেশন। গতকাল মঙ্গলবার জীবনবীমা কর্পোরেশন চুয়াডাঙ্গা শাখা ইনচার্জ আমজাদ হোসেনের নেতৃত্বে অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সাবেক শাখা ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিকের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীবনবীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার মকলেছুর রহমান, মামুন অর রশিদ, নূরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন (অব.) শামসুদ্দিন বিশ্বাস। এ কর্মসূচিতে বীমা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি দামুড়হুদা মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম। এ সময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা নির্র্বাচন অফিসার ইসহাক আলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের সিএ ফয়জুল হক।
মেহেরপুর অফিস জানিয়েছে, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শরফরাজ খান, মাহবুব আলম শান্তি, মনিরুল ইসলাম, মঞ্জুর এলাহী, রাফিউল ইসলাম, আখতারুজ্জামান, আব্দুস সালাম, রাকিবুল হাসান, আছিয়া খাতুন, সুরুজ আলী, ইয়াসির আলী প্রমুখ। পরে বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এদিকে এর আগে এদিন সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে র‌্যালিটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে বশির আহমেদ চৌধুরী, আনোয়ারুল ইসলাম বিপ্লব, খুরশিদ আলম, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। বিভিন্ন বীমা কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গাংনী সার্ভিস সেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক ফেরদৌস রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমান, ট্রাস্ট লাইভ ইন্স্যুরেন্স কোম্পানির ডিজিএম গোলাম মোস্তফাসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিবৃন্দ। এর আগে বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন বীমা কোম্পানি তাদের নিজস্ব ব্যানার, ক্যাপ ও গেঞ্জিতে নিজস্ব প্রতিষ্ঠানের নাম উল্লেখ পূর্বক একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর সড়ক ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, র‌্যালি, আলোচনাসভার মধ্যদিয়ে মুজিবনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা চত্বর থেকে শুরু করে র‌্যালিটি প্রধান সড়ক হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More