জীবননগরের মাদক ব্যবসায়ী শাহাবুল ফেনসিডিলসহ আটক
জীবননগর ব্যুরো: জীবননগর থানা-পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ সদরপাড়ার শাহাবুলকে (৩৫) আটক করা হয়েছে। জীবননগর-চ্যাংখালী সড়কের থানা মোড়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জীবননগর থানার সাব-ইন্সপেক্টর নওশাদ হোসেন বলেন, আমি ও অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ জীবননগর পৌর এলাকায় মাদক ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী আলমসাধু গাড়ীযোগে সীমান্ত ইউনিয়নের দিক থেকে জীবননগর পৌর শহরের দিকে আসছে। আমরা থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানা মোড়ে অভিযান পরিচালনা করি। এসময় আলমসাধু চালক শাহাবুল ইসলামকে আটক করি। তিনি উপজেলার সদরপাড়ার মৃত মকছেদ ম-লের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানান, তার আলমসাধু গাড়ীর নিচে বিশেষ কৌশলে ৪৭ বোতল ফেনসিডিল রাখা আছে। তা সকলের উপস্থিতিতে উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক প্রকাশ্যে থানা ক্যাম্পাসে আলমসাধুর নিচে বিশেষ কৌশলে রাখা ফেনসিডিল উদ্ধার করেন। এসময় উপস্থিত সকলের সামনে অত্যন্ত খোলামেলাভাবে আলমসাধু চালক শাহাবুল ইসলাম আটককৃত ফেনসিডিল নিজের বলে দাবি করেন।
ওসি আব্দুল খালেক বলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে জীবননগর থানা পুলিশ উপজেলায় মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীরা যত সতর্কই অবলম্বন করুক না কেনো কোনো কাজে আসবে না। তাদেরকে আটক করে আইনে সোপর্দ করা হবে।