জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে আরিফ ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বেকারী সামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী ও ট্যানারির লবণ ব্যবহার করায় এক বেকারী মালিককে ভ্রাম্যমাণ আদালত পনের হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ গতকাল সোমাবার উপজেলার চ্যাংখালী সড়কের পাশে অবস্থিত আরিফ ফুডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামেন এর বিচারক প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। অভিযানকালে আরিফ ফুড নামক বেকারীতে ডাইয়িং কারখানা ও ট্যানারিতে ব্যবহারের লবণ খাবার সামগ্রীতে ব্যবহার করার দৃশ্য দেখতে পাওয়া যায়। এ অপরাধে আরিফ ফুডের মালিক আব্দুল হান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এ লবন ব্যবহার না করার জন্য এবং পণ্যের মোড়কের ওপরে বিএসটিআইয়ের অনুমোদনের সীল স্বাক্ষর, তৈরী ও মেয়াদ উর্ত্তীনের তারিখ লেখার জন্য সতর্ক করে দেয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত এক বস্তা ডাইয়িং ও ট্যানারীতে ব্যবহারের জন্য লবণ জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More