ডিঙ্গেদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের কবরস্থানের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা আনুমানিক ২টার দিকে অজ্ঞাত ওই যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। পরে জানা যায় তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ম-লপাড়ার ডাবলুর ছেলে আতিকুর রহমান (১৯)। পেশায় তিনি একজন অটোবাইক চালক। এ ব্যাপারে যুবকের নিকটাত্মীয় জসিম জানান, গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে নীল রংয়ের অটো নিয়ে বাড়ি থেকে বের হন আতিকুর। বেলা ২টার দিকে মোবাইলের মাধ্যমে জানতে পারি সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের কবরস্থানের পাশে আতিকুর অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে সেখানে পৌঁছিয়ে এলাকাবাসীর সহায়তায় তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আতিকুরের জ্ঞান ফেরেনি। এলাকার সচেতন মহল জানিয়েছে, অটোটি ছিনতাই করার পরিকল্পনা করে একটি চক্র অটোটি ভাড়া করে। পরে আতিকুরকে অজ্ঞান করে অটোটি ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে সাধুহাটি ডাকবাংলা এলাকায় অটো ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গতপরশু ডাকবাংলার এক অটো চালককে অজ্ঞান করে একই কায়দায় একটি অটো ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনা রোধে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতনমহল।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরে সাংস্কৃতিক সংগঠনকে আধুনিক প্রযুক্তির বাদ্যযন্ত্র বিতরণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ