ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার হরিণাকুণ্ডু, চটকাবাড়িয়া, ফলসি, দখলপুর, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, ভালকি, নিত্যনন্দপুরসহ ১০টি গ্রামের প্রায় শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ৮ টায় শহরের চটকাবাড়িয়া ঈদগাপাড়া জামে মসজিদ, ভালকি কুটিরপাড়া জামে মসজিদ ও নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ ৩টি স্থানে পৃথকভাবে এই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম, ইমদাদ হোসেন ও হাফেজ নোমান। এসব গ্রামের প্রায় শতাধিক মুসল্লি পৃথকভাবে ওই তিনটি স্থানে ঈদের নামাজ আদায় করেন। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এসব গ্রামের শতাধিক মুসল্লি প্রায় ১৫ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। নামাজ আদায়কারী মুসল্লি নেতা মাওলানা আব্দুর রশিদ জানান, ১৫ বছর ধরে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করছেন। করোনা মহামারিকালে মুসল্লির সংখ্যা কম হলেও এবারই প্রথম তিনটি স্থানে পৃথকভাবে ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More