দেশের জনগণই বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেবে
জীবননগরের আন্দুলবাড়িয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বর্ধিতসভায় এমপি টগর
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর বিএনপির কঠোর সমলোচনা করে বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশে কি ছিল? খাম্বা ছিল, তার ছিল না, তার আছে, ট্রেন্সফরমা নেই। চারিদিকে শুধু নেই আর নেই। বিদ্যুতের লোড সেটিংয়ের প্রতিবাদে বিএনপির নেতারা আজ হারিকেন হাতে নিয়ে রাজপথে মিছিল করছে। ভুতের মুখে রাম নাম। বিএনপি যে হারিকেন নিয়ে রাজপথে ঘুরছে। এদেশের জনগণ ওদের হাতে উল্টো সেই হারিকেন ধরিয়ে দেবে। এমপি টগর আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। ঘরে ঘরে, কৃষকের মাঠে মাঠে আমরা বিদ্যুত পৌঁছে দিয়েছি। করোনায় আজ ইউরোপ, আমেরিকা, ফান্স, ব্রিটেনসহ উন্নয়নশীল দেশগুলোকে থমকে দিয়েছে। আমরা করোনা মোকাবেলা করে উন্নয়নের ধারা ধরে রাখতে সক্ষম হয়েছি। তিনি ডিজেল তেলের মূল্য বৃদ্ধির কারণ তুলে ধরে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আজ বিশ্ব বাজার অস্থিতিশীল। আজ আমেরিকা, ব্রিটেন, প্রতিবেশী ভারত, ফ্রান্স, র্জামান, জাপান, সৌদি ও চীনে তেলের বাজার মুল্য বৃদ্ধি পেয়েছে। পাচার হওয়ার আশষ্কায় তাদের সাথে সমন্বয় করে আমাদের দেশে তেলের বাজারদর নিয়ন্ত্রণ করতে হয়েছে। বাজার কমলে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আর্ন্তজাতিক বাজারের সাথে সমন্বয় করে মূল্য নির্ধারণ করা হবে। তিনি গতকাল বুধবার জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে আরো বলেন, ২০০৮ সালে নির্বাচন করতে এসে পাঁকা, শাহাপুর, কর্চাডাঙ্গা, আন্দুলবাড়িয়া, কুলতলা গ্রামে গ্রামে ঘুরে দেখেছি, রাস্তা নেই। কাজ নেই, মানুষ পেট পুরে দু’বেলা খেতে পারতো না। আমরা ক্ষমতায় এসে আপনাদের ইউনিয়নের সকল রাস্তা, ঘাট, ব্রিজ, কালভাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদারাসা, মন্দিরসহ মানুষের জীবন যাত্রার মান অভূত উন্নত করতে সক্ষম হয়েছি। ভৈরব নদী খনন করেছি। তিনি পদ্ম সেতুর উদাধারন তুলে ধরে বলেন, ঢাকা থেকে এখন মাত্র ৩ ঘন্টা ৪০ মিনিটে দর্শনায় পৌঁছানো যায়, সন্তোষপুর থেকে মাত্র ৫ মিনিটে আন্দুলবাড়িয়ায় পৌঁছানো যায়। দেশের উন্নয়নের জন্য আজ মানুষের জীবন যাত্রারমান অভূত উন্নয়ন হয়েছে। সবই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার অবদান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু’র উপস্থাপনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ মুন্সি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, শেখ ফিরোজ হোসেন, হাফিজুর রহমান, যুবলীগ নেতা সামসুজোহা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, শেখ তোরাপ আলী, সাধারণ সম্পাদক রানা তালুকদার ও আছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর আন্দুলবাড়িয়া সনো সেন্টার এন্ড ডক্টর’স পয়েন্ট পরিদর্শন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মোক্তার হোসেনের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তার আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।