নববধূকে নিয়ে বাজে মন্তব্য, প্রতিবাদ করায় হামলায় জখম ভাসুরের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সদ্যবিবাহিত ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে ভাসুর খুন হয়েছেন। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
নিহত ব্যক্তি উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের মোফাজ্জেল প্রামাণিকের ছেলে মজনু (৪৫)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহতের চাচাতো ভাই সাঈদ হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় ঘোষপুর গ্রামের হামিদুল জোয়ার্দারের ছেলে শিপনের সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করায় শিপনের বড়ভাই মজনুর সঙ্গে তর্কবিতর্ক হয়। পরদিন রোববার দুপুরে শিপন ওই গ্রামের চালাকপাড়ায় মোটরসাইকেলের তেল কিনতে গেলে জোয়ার্দার গ্রুপের লোকজন শিপনের ওপর চড়াও হয়।
সংবাদ পেয়ে শিপনদের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষে উভয়পক্ষের শিপন, মজনু, হোসাইন, আমজাদ, নজরুল, সোহেল ও মোমিন আহত হয়। পরে উভয়পক্ষের লোকজন আহতদের উদ্ধার করে পাবনা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মজনুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
কুমারখালীর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মজিবুর রহমান জানান, নববধূকে নিয়ে বাজে মন্তব্য করায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মজনু নামের একজন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More