নিজ স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানব কল্যাণে কিছু করতে পারা গৌরবের

চুয়াডাঙ্গার নেহালপুরে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সদ্য বদলি হওয়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় প্রধান অতিথি বলেন, তিন অক্ষরের শব্দটিতে আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেনো যেনো বিষন্ন হয়ে ওঠে। আর প্রত্যেক বিদায়ের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সেই যে জন্মলগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে। এভাবে জীবনের পরতে পরতে ছিন্ন হয় আরো কত প্রিয় বন্ধন! তবে এ বিদায়ের বেলায় কষ্টের মাঝেও এক রকম আনন্দ থাকতে পারে যদি সান্তনার সংকট না থাকে। তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আমাদের কাজ। আর যথাযথভাবে পালন করতে পারলে মানুষের মর্যাদা বাড়ে। মানুষের জন্য মানবিক কর্মগুলো করতে হবে। নিজস্বার্থ জলাঞ্জলী দিয়ে মানুষের জন্য কিছু করতে পারাটায় গৌরবের। জেলাতে প্রশাসক হিসেবে যোগদানের পর আমি কাউকে খালি হাতে ফেরায়নি। জনপ্রতিনিধিরা আন্তরিকতার সাথে কাজ করলে সর্বক্ষেত্রে সফলতা আসবেই। কাজের মধ্যেই মানবেতরের অর্জন। গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের জন্য কিছু করতে পারাটা গৌরবের। দেশকে গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মকে জ্ঞানি করে গড়ে তুলতে হবে। তবে যেখানেই থাকি চুয়াডাঙ্গাকে, চুয়াডাঙ্গার মানুষকে ভুলতে পারবো না। ইউপি সচিব ফয়জুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম আরিফউজ্জামান, ভুপালী সরকার, শেখ মো. রাসেল, সহকারী কমিশনার সবুজ কুমার বসাক, হাবিবুর রহমান, জাকির হোসেন, নজরুল ইসলাম, রিফাত জাহান, মোহাম্মদ সাদাত হোসেন, শহিদুল ইসলাম, মেহেদি মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন আসলাম উদ্দিন ও ইউপি সদস্যগণ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More