প্রতিষ্ঠান ভালো হলেই হবে না, শিক্ষার্থীদেরও ভালো মানুষ হতে হবে

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে তেতুল শেখ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক 

সরোজগঞ্জ প্রতিনিধি: লেখাপড়া শেখার জন্য ভালো প্রতিষ্ঠান থাকলেই হবে না ভালো মানুষ হতে হবে। সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কলেজ থেকে হয়তো সবাই জিপিএ-৫ পাবে না কিন্তু সবাই ভালো মানুষ হতে হবে। সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। উপরোক্ত কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক আরও বলেন, নিজেদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি পত্রিকা পড়তে হবে। যাতে চলমান ঘটনা সম্পর্কে জানা যাবে, সেটাই চাকরির ক্ষেত্রে ভাইভা পরীক্ষায় উত্তর দিতে সহজ হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমরা জিপিএ-৫ পাওয়ার জন্য পড়ছি না শেখার জন্য পড়ছি। আমাদেরকে দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে হবে। যার যার যে বিষয়ের ওপর  প্রতিভা রয়েছে সেই  প্রতিভা কাজে লাগাতে হবে। ইচ্ছে শক্তির বিকাশ ঘটাতে হবে। শিক্ষক ছাত্র-ছাত্রীর সম্পর্ক থাকবে ভালো, শিক্ষককে সম্মান করতে হবে। প্রতিবছর সাধারণ জ্ঞানের বই কেনা প্রয়োজন। বিদেশী গ্রামার পড়তে হবে, দেশ বিদেশে কোথায় কোন ঘটনা ঘটছে সেটা ভালোভাবে জানতে হবে। পরিচালনা পরিষদের উদ্দেশ্য জেলা প্রশাসক বলেন, শিক্ষকদের স্বাধীনতা দিতে হবে। এ কলেজের পরিবেশ সুন্দর, ভালো ফলাফলও রয়েছে; সেটাকে ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলোর মানুষ হাজি আব্দুল্লা শেখ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ^াস, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক তেতুল শেখ কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজি আব্দুল মোতালেব, তেতুল শেখ কলেজ পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, মুত্তাসিম বিল্লাহ সৈকত, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাইরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, প্রভাষক শাহারিয়ার ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুখ আহম্মেদ, রেজাউল করিম, আবু শামা, তাছলিমা পারভীন, সুরুজ আলম, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনুর রশিদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, জহুর রায়হান, এনামুল হক, সাইদুর রহমান, রাজিবুল ইসলাম, রফিকুল ইসলাম, রকিব হুসাইন, আশরাফুল আলম, তরিকুল ইসলাম, হারুন অর রশিদ, কামনা রানী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রমিজ রায়হান। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More