বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি

চুয়াডাঙ্গায় ছাত্রদল ও আলমডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা শরীফসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল ও আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তার বলেন, অবৈধ সরকার জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। তারা জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব শরীফকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা কেউই ভালোভাবে নেয়নি। প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে ঔধ্বতপূর্ণ আচরণ করেছে। শরীফসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন তিনি। বক্তারা আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ভোটের অধিকার আদায়ের আন্দোলন করছি। জনতার যৌক্তিক ও সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে সর্বমহলের মত প্রশাসনেরও সহমর্মিতা থাকা উচিত। কোনো কারণ ছাড়াই জেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রদলের নেতৃবৃন্দকে গ্রেফতারের মাধ্যমে ফ্যাসিজমের আরো বিভৎসতা দেখতে পেলাম। অবৈধ ক্ষমতা কখনোই চিরস্থায়ী হতে পারে না, গণমানুষের বিজয় হবেই। চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা মুক্ত, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, শরিফুল ইসলাম ছোটন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, জমির উদ্দিন, সাইমুজ্জামান মিশা, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, রাশিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, স্বাধীন শেখ, নাজমুস সাকিব, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সদস্য শোয়েব তিতাস, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রাজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, শহীদ ইসলাম সুজন, সামাউল হক, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, নুর উদ্দিন, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা অমিত হাসান। আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকনসহ অন্যান্য নেতাকর্মিদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ফায়ার সার্ভিসের সামনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান, আলী আজগর সাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিলন, রাশেদুজ্জামান,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাশেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদারন আলী, বেলগাছী ইউনিয়ন বিএনপির আমজাদ হোসেন, বিএনপি নেতা লালন, মাসুদ পারভেজ, রহিদুল ইসলাম, আমিরুল ইসলাম নান্নু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More