বিএনপি জোট দেশে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে; তাদের প্রতিহত করতে হবে
আলমডাঙ্গার খাদিমপুরে ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে নঈম জোয়ার্দ্দার
ছেলুন জোয়ার্দ্দার এমপির সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং বিশেষ প্রার্থনা
মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পাচঁকমলাপুর গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাস্তাঘাট, রেলপথ, পদ্মাসেতু, ফ্লাইওভার, বিদ্যুত কেন্দ্র, স্কুল, কলেজ মাদরাসা, বিভিন্ন ভাতা, বিনামূল্যে ওষুধসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, যা বলে শেষ করা যাবে না। সারাবিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন বিএনপি জোট দেশে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, নাগদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আবুল হাসনাত। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তানভির রেজা, ইউনিয়ন যুবলীগ নেতা আনারুল, লিটন মাস্টার, আশা, রতন, সাগর, লাল্টু, ছোটন, মিজানুর, মেরেকুল, আনান্দ, খাইরুল , জাহিদুল, সৌরভ, সুমন, আলিম, কালু, জনি, নুহু, লিটন, ডালিম, আসলাম, চাঁদ, সুজন, স্বপন, রুবেল, কলম, শিমুল মাস্টার, সেলিম, আসিক, কামাল, হানিফ, সজিব, শিপন, আশিকুর, রহমান সেতু, হোসেন, ঠান্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাইদুর রহমান।
এদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার যৌথ উদ্যোগে বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা সহ-সভাপতি শ্রী প্রশান্ত অধিকারী। প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার কু-ু, সহ-সভাপতি পিন্টু আগরওয়ালা, স্বপন চক্রবর্তী, পবিত্র আগরওয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক সজল অধিকারী, সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, জীবননগর উপজেলার শাখার আহ্বায়ক জীবন সেন, সদস্য সচিব প্রশান্ত কুমার, দামুড়হুদা উপজেলা শাখার সদস্য সচিব সঞ্জয় হালদার, আলমডাঙ্গা উপজেলার শাখার সভাপতি ডা. অমল ঘোষ, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে ১শ রোজাদারের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি সুস্থতা কামনায় নিজ হাতে সেহরি বিতরণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সভপতি মেহেদী হাসান হিমেল মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেল শ্রমিক ইউনিয়নের নেতা আবুল কালাম, ছাত্রলীগ নেতা হারুন জোয়ার্দ্দার, আলিফ জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেক, সাফায়েত বাবু, দফতর সম্পাদক আল নোমান প্রমুখ।