বিশ্বে মাথা উঁচু করে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে

আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান

আলমডাঙ্গা ব্যুরো: ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করেছে আলমডাঙ্গা অ্যাকাডেমি। শুক্রবার আলমডাঙ্গা ওয়াপদা এলাকায় স্কুল প্রাঙ্গণে জমকালো আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা দর্শনা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আব্দুস সহিদ। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসের উপ-পরিচালক এএইচএম সামিমুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান। আলমডাঙ্গা  মহিলা কলেজ অধ্যক্ষ আশুরা খাতুন, সিনিয়র আইনজীবী অ্যাড. রবগুল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রাইম পলিটেকনিক কলেজের পরিচালক ইদ্রিস আলী খান, বণিক সমিতির সম্পাদক কামাল  হোসেন।

বিদ্যালয়ের শিক্ষক শাহিনুজ্জামানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক আব্দুল হাই। বক্তব্য রাখেন নটরডেম কলেজের শিক্ষার্থী সাকিব আহমেদ, মাহির আসাব, ইকবাল মাহমুদ সানভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মামুন রেজা, এনামুল হক, আহাদ আলী, পৌরসভার প্যানেল মেয়র মজিবুল হক।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, কৃতি শিক্ষার্থী হলেই হবে না, দেশে এখন ভালো মানুষের বড্ড অভাব।  তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। সৎ ও ধার্মিক হতে হবে। ডিজিটাইজড বিশ্বে নিজেদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সারা পৃথিবীতে মাথা তুলে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More