মশেপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর খোসালপুর সীমান্তে দালালসহ ৯ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার সকালে এদেরকে আটক করা হয়।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে খোসালপুর মাঠের ভিতর থেকে দালালসহ ৯জনকে আটক করে। আটককৃতরা হলেন-বাগেরহাট জেলার শ্বরনখোলা থানার খন্ডাকাটা গ্রামের কাদেরের ছেলে ইসমাইল(৪০), ইসমাইলের স্ত্রী শিরিন আক্তার(২৭) ও তাদের শিশু পুত্র বেল্লাল সেপাই(১৩), একই জেলার মোড়লগঞ্জ থানার সন্ন্যাসী গ্রামের আশরাফ বয়াতির ছেলে কায়ুম বয়াতি(৩৫), শাহিন হাওলাদারের স্ত্রী সালমা বেগম(২৩), মহারাজ শেখের স্ত্রী নুপুর বেগম(২১) ও তাদের শিশু কন্যা মৌ(১), নড়াইল জেলার সদর থানার দলজিত গ্রামের কার্তিক পালের ছেলে সুজন পাল(৩৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার সলেমানপুর গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে কদম আলী মন্ডল(২৫)কে আটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ