মাতা-পিতার প্রতি সকলকে দায়িত্বশীল হওয়ার তাগিদ
চুয়াডাঙ্গায় মা দিবসের আয়োজনে জেলার স্বপ্নজয়ী ৫ মাকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার: মা দিবসে চুয়াডাঙ্গা জেলার ৫ জন স্বপ্নজয়ী মাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মা দিবসের আলোচনাসভায় ফুল দিয়ে বরণসহ ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নজয়ী মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্য সামনে নিয়ে মা দিবসের আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদফতরের চুয়াডাঙ্গার উপ-পরিচালক জান্নাতুল মাকসুদা। বক্তব্য রাখেন জেলা মহিলা সমিতির সভাপতি নাবিলা ছন্দা, জেলা পরিষদের সাবেক সদস্য সাবেক পৌর কাউন্সিলর নূরুন্নাহার কাকলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান মায়ের প্রতি কর্তব্যপরায়নতায় ধর্মীয় বাধ্যবাধকতার বর্ণনা দিয়ে বলেন, মাতা-পিতার প্রতি কর্তব্য পালনে কোনো সন্তান গড়িমশি করলে আইনগত ব্যবস্থা নেয়ারও সুযোগ রয়েছে। মাতা-পিতার স্বপ্নেই সন্তান সফল হয়। মায়ের দোয়া সবসময় প্রয়োজন। শুধু মা দিবসে নয়, মায়ের জন্য বছরের প্রতিটি দিন প্রতিটা মুহূর্তেই আমাদের আন্তরিক হওয়া নৈতিক দায়িত্ব। সভা শেষে জেলার যে ৫ জন মাকে স্বপ্নজয়ী মা হিসেবে নির্বাচিত করে বিশেষ সম্মানে ভূষিত করা হয় এরা হলেন, চুয়াডাঙ্গা জেলা শহরের সবুজপাড়ার মরহুম রওশন আলীর মেয়ে মোছা. সুফিয়া খাতুন, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরের মীর আবুল হোসেনের মেয়ে মোছা. লাইলী বেগম, দামুড়হুদার হৈবতপুরের আব্দার রহমানের মেয়ে আম্বিয়া খাতুন, দর্শনা ইসলামপাড়ার রবিউল হেসেনের মেয়ে মোছা. রোজিনা রহমান, জীবননগর উপজেলার কোর্টপাড়ার মো. আব্দুর রহমানের মেয়ে মোছা. রাশিদা বেগম চৌধুরী। এদের মধ্যে রয়েছেন দর্শনা পৌরসভার প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্ত্রীও। তিনি তার সন্তানদের যেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে রত্মগর্ভা হয়েছেন তেমনই তিনি তার অসুস্থ স্বামীকে সুস্থ করতে নিজের শরীরের লিভারের অংশ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তাকে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।