চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার: সাংবাদিকসহ সর্বস্তরের সুধী সমাজকে সাথে নিয়ে চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. মুহসীন পিপিএম বার বলেছেন, ‘শহরে যুবকেরা থাকবে, যুব গ্যাং থাকবে না। মনে প্রাণে সবসময় পুলিশিং পেশা লালন করি। সকলের সব কথা শোনা হবে, কারো কোন অন্যায় আবদারকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। এজন্য চাই সাংবাদিকসহ সর্বস্তরের সুধী সমাজের সর্বাত্মক সহযোগিতা।’
গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানা মিলনায়তনে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়সহ মতবিনিময়কালে নবনিযুক্ত ওসি উপরোক্ত আহ্বান জানিয়ে আরও বলেন, বাংলাদেশ পুলিশে নিযুক্ত হওয়ার দিন থেকে এখনও পর্যন্ত ন্যূনতম কোন অন্যায়কে প্রশ্রয় দিইনি। এখনও দেবো না। চুয়াডাঙ্গা সদর থানাকে আইনের শাসনের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মাদক, বাল্যবিয়ে, সড়কের উত্যক্তকারী, যুব গ্যাংসহ যতো রকমের অনিয়ম রয়েছে তার সবই শক্ত হাতে প্রতিহত করার স্বপ্ন নিয়েই চুয়াডাঙ্গা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। দায়িত্বভার নিয়ে গত কয়েকদিন ধরে সমাজের জনপ্রতিনিধিসহ সুধীবৃন্দের সাথে কথা বলে অনেক কিছুই জেনেছি। এখন কাজ করার পালা। সাংবাদিক ও পুলিশের কাজের মধ্যে বহুক্ষেত্রেই মিল রয়েছে। সব চেয়ে বড় সাংবাদিক ও পুলিশ উভয়ই সমাজের শান্তি কামনায় কাজ করে।
নবাগত ওসির আমন্ত্রণে পরিচিত ও মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, কার্যকরী সদস্য শাহ আলম সনি, এমএম আলাউদ্দীন, রফিক রহমান, শেখ সেলিম, জামান আকতার, রিফাত রহমান, মাহফুজ মামুন, খায়রুল ইসলাম, মফিজ উদ্দীন, রানা কাদীর, কারুজ্জামান চাঁদ, হুসাইন মালিক, মশিউর রহমান মিশু প্রমুখ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নবাগত অফিসার ইনচার্জকে আমন্ত্রণও জানানো হয়। বলা হয়, চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিক বিগতদিনেও পুলিশ প্রশাসনের সকল প্রকার সহযোগিতা করে এসেছে। এখনও করতে চায়। তবে পুলিশের কাছে সাংবাদিকেরা সব সময়ই পেশাদারিত্ব পুলিশিং প্রত্যাশা করে। সন্ত্রাস, বাল্যবিয়েসহ সমাজের সকল প্রকার অনিয়ম অন্যায়ের মূল উৎপাটনে নবাগত অফিসার ইনচার্জের আন্তরিক প্রচেষ্টা থাকলে সাংবাদিকেরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতার হাত বাড়াবে।