মুক্তিপণের দাবিতে জীবননগরের পুরন্দপুর গ্রাম থেকে অপহৃত যুবক উদ্ধার

জীবননগর ব্যুরো: ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে জীবননগরের পুরন্দপুর গ্রাম থেকে অপহৃত যুবক হাসান জীবননগর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে। বুধবার রাতে হাসানকে যশোরের পালবাড়ি মোড় থেকে উদ্ধার করেন জীবননগর থানা পুলিশের সদস্যরা। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে হাসানকে দুর্বৃত্তরা অপহরণ করে বলে হাসানের পিতা রবিউল ইসলাম জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের রবিউল ইসলাম তার ছেলে হাসানকে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে বলে গত রোবাবার জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বলা হয়, শনিবার রাতে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে যার যার ঘরে ঘুমাতে যায়। রাত ১০ টার দিকে হাসান বাড়ির উঠানের টিউবয়েলে পানি আনতে গিয়ে দীর্ঘক্ষণ পরও সে ঘরে ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে রোববার ভোর চারটার দিকে হাসানের ফোন থেকে বাড়ির মোবাইলে একটি কল আসে। এসময় অপরপ্রান্ত থেকে বলা হয়, তাকে অপহরণ করা হয়েছে। ১০ লাখ টাকা মুক্তিপণ না দিলে হাসানকে হত্যা করা হবে।

অপহরনের অভিযোগ পাওয়ার পর জীবননগর থানা পুলিশ হাসানকে উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা শুরু করেন। পুলিশের উদ্ধার তৎপরতার কারণে অপহরণকারীচক্র ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে অপহরণকারী চক্র হাসানকে বুধবার রাতে যশোরের পালবাড়ি মোড়ে ছেড়ে দিয়ে যান। ওখান থেকে জীবননগর পুলিশ হাসানকে উদ্ধার করেন এবং ওই রাতেই হাসানকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More