মুজিবনগরকে আরও সমৃদ্ধি করতে ৫০ একর জমি অধিগ্রহণ করা হবে

‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক জুমের মাধ্যমে আলোচনাসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মেহেরপুরের মুজিবনগরকে আরও সমৃদ্ধি করতে ৫০ একর জমি অধিগ্রহণ করা হবে। আগামী মাসের কোনো এক সময় আমি মেহেরপুরে এসে এ বিষয় নিয়ে আলাপ করে মুজিবনগরকে যাতে আরও আকর্ষণীয় করে গড়ে তোলা যায় তার ব্যবস্থা করবো। মন্ত্রী গতকাল শুক্রবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক জুমের মাধ্যমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা তা দেখে এখন বিশ্বের অনেক দেশে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।
অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। “আমাদের প্রিয় মুজিব ভাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি। জুমের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, প্রফেসর হাসানুজ্জামান মালেক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More