মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের ব্রাক অফিস সংলগ্ন তিশা কম্পিউটার এন্ড ডেইলি শপে অগ্নিকা-ে ৭ থেকে ৮লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে সেই সাথে ছাই হয়ে গেছে প্রতিবন্ধী উপজেলার গোপালনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামসুজ্জোহা লাল্টুর স্বপ্ন। গতকাল রবিবার দিবাগত গভীর রাত্রে আগুন লেগে দোকানটি পুড়ে যায়। দোকানের মালিক শামসুজ্জোহার লাল্টু জানান, তিনি এক সময় ঢাকায় চাকরি করতেন। চাকরি করা অবস্থায় ২০২০ সালে সেপ্টেম্বর মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি পঙ্গুত্ব বরণ করেন। দীর্ঘ দিন থেকে চিকিৎসা শেষে ২০২১ সালে জুলাই মাসে আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে এবং লোন করে তিশা কম্পিউটার এন্ড ডেইলি সপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেন। এই ব্যবসা থেকে চলছিল তার চারজনের সংসার। দোকানের মালিক লাল্টুসহ তার দুই মেয়ে অসুস্থ। প্রতিদিন শত শত টাকার ওষধ কিনতে হয়। এ অগ্নিকা-ে তিনি দিশিহারা হয়ে পড়েছে। গত রবিবার রাত সাড়ে দশটার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান সকালে ফজরের সময় দোকান মালিকের ভাই গোপালনগর গ্রামের আহসান হাবীব আজান দিতে আসলে দোকানের ভিতর থেকে ধোয়া উঠতে দেখে তিনি আমাকে ফোন দেন আমি দোকানে এসে দোকানের শাটার খুলে দেখি কম্পিউটার, টেলিভিশন, ক্যাশ বাক্স, প্রিন্টারসহ অগ্নিকা-ে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছু আগুন তখনো জ্বলছিল। সঙ্গে সঙ্গে মুজিবনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে বাকি আগুন নিয়ন্ত্রনে আনে। কি ভাবে আগুনের সুত্রপাত তিনি বলতে পারছেন না। দোকানে ৭/৮ লাখ টাকার মালামাল ছিল। এ অগ্নিকা-ে তার ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।