মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য প্রেরিত নমুনাগুলোর মধ্যে থেকে গতকাল রোববার রাতে ১০৯টি রিপোর্ট পাওয়া যায়। এসব রিপোর্টের মধ্যে ৪৫ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য পাঠানো নমুনাগুলোর মধ্যে রোববার রাতে ৪৫টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ২৭২ জন। যার মধ্যে সদর উপজেলায় ১৪৭ জন, গাংনী উপজেলায় ৯৪জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৩১জন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮২ জন। যার মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, গাংনী উপজেলায় ৫৮ জন ও মুজিবনগর উজেলায় ৪০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯২ জন। যার মধ্যে সদরে ২ হাজার ১৪২ জন, গাংনীতে এক হাজার ৭৮২ জন ও মুজিবনগরে ৬৫৮ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ১২৭ জন। যার মধ্যে সদরে ৮৪জন, গাংনীতে ১৮জন ও মুজিবনগরে ২৫জন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ