মেহেরপুরে আরও ৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগী। জেলায় আবারো নতুন করে ৫জন করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। শুক্রবার মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার একজন, গাংনী উপজেলার ৩জন ও অপরজন মুজিবনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা রোগী সংখ্যা দাঁড়ালো বর্তমানে ৪১জনে। এর মধ্যে সদর উপজেলার ২৫জন, গাংনী উপজেলার ১৩জন ও মুজিবনগর উপজেলার ২জন। এনিয়ে মেহেরপুর জেলায় সর্বমোট প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৬ হাজার ১২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭শ’ জন এবং মৃত্যুবরণ করেছে ১৭জন। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া হয়। সবাইকে সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।