মেহেরপুরে জামায়াতের দুই নারী কর্মী আটক

 

স্টাফ রিপোর্টার: গোপন বৈঠক চলছে, এমন সংবাদে অভিযান চালিয়ে জামায়াতের দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আশরাফপুর গ্রামের আজিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বইপত্র, চাঁদা আদায়ের রসিদ, মাসিক কর্মপরিকল্পনা বই ও নগদ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তসলিমা খাতুন (৫১) ও আজিজুর রহমানের স্ত্রী শাহিনুর খাতুন (৪৫)। ওসি রফিকুল ইসলাম বলেন, আজিজুর রহমানের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের কথা টের পেয়ে অন্য নারী-কর্মীরা পালিয়ে গেলেও ওই বাড়ির গৃহিণী শাহিনুরসহ দুই নারী কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জামায়াতের জিহাদী বইপত্র, চাঁদা আদায়ের রসিদ ও মাসিক পরিকল্পনা উদ্ধার করা হয়। তিনি বলেন, আটক জামায়াতের দুই নারী কর্মীর বিরুদ্ধে গোপন বৈঠক ও নাশকতা পরিকল্পনার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার  সকালের দিকে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More