মেহেরপুরে নতুন আরও তিনজন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন আরও তিনজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগী রয়েছেন ৪১ জন। নতুন আক্রান্ত তিনজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে করোনামুক্ত হওয়ায় মেহেরপুরের পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২৪ টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্বমোট ৮৮৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৬৭ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৪২ জন, গাংনী উপজেলায় ২৪০ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ বাকি চিকিৎসাধীন ৪১ জনের মধ্যে সদরে ১৩ জন, গাংনী উপজেলায় ১৯ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন রয়েছেন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।
এদিকে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী করোনা ভাইরাস (কোভিড-১৯) মুক্ত হয়ে অফিসে আগমন করায় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার এসএম মুরাদ আলী করোনামুক্ত হয়ে অফিসে এলে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, ডিআইও-১ ফারুক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গত ২০ মার্চ পুলিশ সুপার এস এম মুরাদ আলীর করোনা পজিটিভ হন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More