মেহেরপুর অফিস: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মদনাডাঙ্গার জামতলায় মিনি ট্রাকের চাপায় রোকেয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৬ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের জামতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা রোকেয়া খাতুন মদনাডাঙ্গা জামতলা পাড়ার মৃত মেসের আলীর স্ত্রী। প্রায় দু’যুগ আগে একই স্থানে তার স্বামী মেসের আলী সড়ক দুর্ঘটনায় নিহত হন। বৃদ্ধা রোকেয়া খাতুন একপুত্র ও এক কন্যা সন্তানের জননী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, বৃদ্ধা রোকেয়া খাতুন প্রতিদিনের ন্যায় ভোরে রাস্তায় হাঁটতে বের হন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে মেহেরপুরের দিকে পালিয়ে যায়। ট্রাকের চালক ও গাড়ির সন্ধানে কাজ করছে পুলিশ। মেহেরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেলে লাশ উদ্ধার করে বডিব্যাগে রেখে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।