মেহেরপুরে সিআইডি এসপিসহ ৮ জন করোনায় আক্রান্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে আবারও শুরু হয়েছে করোনার প্রকোপ। মেহেরপুর সিআইডির পুলিশ সুপার মামুনুল আনসারীসহ ৮ জন আক্রান্ত হয়েছেন। মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। গত তিন দিনে হাসপাতালে স্থাপিত এন্টিজেন ল্যাবে ২৬ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত করা হয়। প্রথমদিনে দুজন, দ্বিতীয় দিনে ৩জন ও তৃতীয় দিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে সিআইডির মেহেরপুর এসপি মামনুল আনসারী চিকিৎসকের পরামর্শে নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য আক্রান্তদের মধ্যে ৪ জন মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গাংনী উপজেলার তেরাইল গ্রামের অন্তসত্ত্বা মোহনা আক্তার মিম (২২), কাথুলি গ্রামের আইয়ূব আলী (৮৫) রয়েছেন ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে)। সদর উপজেলা রাজনগর গ্রামের আয়জদ্দিন (৬০) ও মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া এলাকার হাসিনা বানু (৬৫) হাই ডিপেন্ডেসি ইউনিট (এইচডিইউতে) চিকিৎসাধীন রয়েছেন। সিআইডির এসপিসহ বাকী ৪জন ডাক্তারের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৪জনই সুস্থ রয়েছেন এবং তাদের নিবীড় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More