মেহেরপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নিয়ম বহির্ভূতভাবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা ও স্বাস্থ্য পরীক্ষার সনদ, কারখানার মধ্যে টয়লেট, হাত পরিস্কারের সাবান, হ্যান্ডওয়াস, যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ২ প্রতিষ্ঠানের মালিকের ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর দীঘিরপাড়া ও বিসিক এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিসিক এলাকার মেসার্স সোনালী চানাচুর কারখানায় দেখা যায় নিয়ম বহির্ভূতভাবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন। কর্মচারীদের নাই স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরীক্ষার সনদ, কারখানার মধ্যে টয়লেট, নাই হাত পরিস্কারের সাবান-হ্যান্ডওয়াস, যথাযথ স্বাস্থ্যবিধি না মেনেই প্যাকেট করছে চানাচুরের। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. ইয়ারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সংশোধনের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়। অপর দিকে দীঘিরপাড়া এলাকায় মেসার্স হেলাল স্টোরকে মেয়াদ ও মূল্যবিহীন পণ্য এবং অবৈধ বিদেশি পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদানের নির্দেশনা দেয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি টিম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More