স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়ার সুরুজ আলীকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত সুরুজ আলী (৩২) চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, পরিদর্শক ভূপতি কুমার বর্মন, উপপরিদর্শক সাহারা ইয়াসমিন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় অভিযান চালান। অভিযানকালে সুরুজ আলীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ বলেন, আটককৃত সুরুজ আলী শহরের চিহ্নিত মাদক কারবারি শিপরার বোনের ছেলে। শিপরার অবর্তমানে সে শিপরার মাদক ব্যবসা চালিয়ে যায়।