চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার র্যালি, মানববন্ধন ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের একটি বড় বাধা। সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে।
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে মানবন্ধন করা হয়। মানববন্ধন শেষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, কুষ্টিয়া দুর্নীতিদমন কমিশনের উপ-পরিচালক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এসএম ইস্রাফিল। মানবাধিকার কর্মী নুঝাত পারভীনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার পাল প্রমুখ। আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে র্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত শেখ মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী হাসিবুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর আনারুল ইসলাম, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হক বেলু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পাইলট বারিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুর হক শামিম, সহকারী প্রধান শিক্ষক হামিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভপতি আব্দুল গফুর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম, উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজার বটতলায় মানববন্ধন ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন হবিবুর রহমান হবি। দর্শনা প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা করেন, কেরুজ মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দীন, সিপিবি নেতা সৈয়দ মজনুর রহমান, প্রবীণ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু। সাংবাদিক হানিফ ম-লের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন, বদরুল আলম ফিট্টু, সানোয়ার হোসেন, টিটু খান প্রমুখ। দর্শনা বটতলা থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা পুরাতন বাজার প্রবীণ কমিটির কার্যালয়ের সামনে শেষ হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে জীবননগরে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ক্যাম্পাস হতে এ র্যালি বের হয়ে বাসস্ট্যান্ডে মানববন্ধন ও মুক্তমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, ওসি আব্দুল খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা লোকমোর্চার সভাপতি উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুর ইসলাম বাবু, জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল ও ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু। ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুল আলীম সজল ও নূরুল মোমেন রইচের সঞ্চলনায় গৃহীত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, লোকমোর্চ ও প্রবীণ কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দুর্নীতি দমন কমিশন দুদক ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি বাস্তবায়ন করে বলে জানা যায়।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, হাসাদাহ ও রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিকেএসএফ’র সহযোগিতায় ও আরআরএফ’র বাস্তবায়নে এ আয়োজন করা হয়। আরআরএফ হাসাদাহ শাখার ম্যানেজার সুজন কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসেম রেজা, এমআইএস বিভূদান সরকার, সাংবাদিক আল আমিন প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অপর দিকে রায়পুর বাজারে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী আলোচনা অনুষ্ঠানে রায়পুর ইউপি চেয়ারম্যার আব্দুর রশিদ শাহ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন প্রকল্প সমন্নয়কারি মোস্তাফিজুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গাংনী উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি বিরোধী সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম। পরবর্তীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গাংনী উপজেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নিবার্হী পরিচালক আবু জাফর। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম। শুরুতেই গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণসঙ্গীত ও দেশগান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার কাজী মো. মুনসুর আলী, গাংনী উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী প্রমুখ।
সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নিবার্হী পরিচালক আবু জাফর।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে মানববন্ধন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মুজিবনগর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি আহসান, সহ-সভাপতি আব্দুল হাই, সচিব বাখের আলী, আত্মবিশ্বাসের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আলফাজ হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপর দিকে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে মুজিবনগরে মানববন্ধন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আত্মবিশ্বাস। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।