সুদ ব্যবসায়ী জানিফকে উত্তমমধ্যম :  ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুয়াডাঙ্গা বাগানপাড়ায় সুদে টাকা ও পণ্য নিয়ে অনেকেই নিঃস্ব

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বাগানপাড়ার সুদব্যবসায়ী জানিফের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল বুধবার রাতে জানিফকে উত্তমমধ্যম দিয়েছে স্থানীয়রা। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উত্তেজিত জনতাকে শান্ত করেন। আজ বৃহস্পতিবার সুদ ব্যবসায়ী জানিফের বিরুদ্ধে প্রশাসনের কাছে গণস্বাক্ষরসহ অভিযোগ করবেন বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেন, চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত আজিজুল হকের ছেলে জানিফ ‘তিজারত’ নামের একটি প্রতিষ্ঠান খুলে গত চার বছর ধরে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকায় নিম্নআয়ের সহজসরল মানুষকে টার্গেট করে চেক বা শাদা কাগজে স্বাক্ষর নিয়ে চক্রবৃদ্ধি হারে চড়া সুদে নগদ অর্থ ও বিভিন্ন পণ্য দেয় সে। পরবর্তীতে টাকা পরিশোধের পরও চেক দিতে বিভিন্ন টালবাহানা শুরু করে জানিফ। দীর্ঘদিন চুপ থাকার পর আবারও মোটাঅংকের টাকা দাবি করে উকিল নোটিশ পাঠায় জানিফ। গতকালও কয়েকজনকে উকিল নোটিশ পাঠায় সে। পরে গতকাল সন্ধ্যায় উকিল নোটিশ পাওয়া ভুক্তভোগী কয়েকজন হাজির হন চুয়াডাঙ্গা শ্যাকড়াতলা মোড়স্থ তিজারতের অফিসে। তারা জানিফের কাছে জানতে চাই টাকা পরিশোধের পরও কেন তাদের নোটিশ পাঠানো হলো। একপর্যায়ে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে জানিফকে উত্তমমধ্যম দেয়া শুরু করে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সির মাফিজুর রহমান মাফি উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

এ বিষয়ে মাফিজুর রহমান মাফি বলেন, এর আগেও একাধিক ভুক্তভোগী আমার কাছে জানিফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে। জানিফের কাছ থেকে সুদে টাকা বা পণ্য নিয়ে এলাকায় অনেকেই নিঃস্ব হয়েছে বলে অভিযোগ করেন। এমনকি অনেকের সংসারও ভেঙে গেছে। আজও সকলে একসাথে অভিযোগ করে, টাকা পরিশোধের পরও জানিফ তাদের নোটিশ পাঠিয়েছে। আজ রাতেই স্থানীয় ভুক্তভোগীরা জানিফের হয়রানি থেকে পরিত্রাণ পেতে আমার কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছে। আজ প্রশাসনের কাছে এই অভিযোগ দায়ের করবেন তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More