স্বামীর ওপর অভিমান করে বাসা থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

ঝিনাইদহ প্রতিনিধি: স্বামীর ওপর অভিমান করে পিতার বাড়িতে যাওয়ার সময় গণধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ লিটু (২৮) ও শিমুল (৩০) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে। গণধর্ষনের ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জেলার শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে। বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের এমপির মোড় থেকে দুই ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটু গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও শিমুল একই গ্রামের বছির উদ্দীনের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে নিত্যানন্দনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার গোপালপুর গ্রামের রাশিদুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন খবর নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, ভিকটিম স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে ভাড়া বাসায় থাকতেন। গত ২৭ মে বিকেলে স্বামীর সঙ্গে রাগ করে ভিকটিম পিতার বাড়ি শৈলকুপার শাহবাজপুর গ্রামে যাচ্ছিলেন। পথে নিজ গ্রামের প্রতিবেশী লিটুর সাথে দেখা হলে লিটু বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে সময় ক্ষ্যাপণ করে রাত করে ফেলে। এ সময় লম্পট লিটু তার সহযোগী শিমুল ও ৫নং ওয়ার্ডের মেম্বার গোপালপুর গ্রামের রাশিদুল ইসলামকে ফোনে ডেকে নেয়। এরপর ভিকটিমকে শৈলকুপার দক্ষিণ গোপালপুর গ্রামের মাঠে ক্যানেলের ধারে কলাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষক লিটু ও শিমুল ভিকটিমকে মোটরসাইকেলযোগে ঘটনার দিন রাতেই ঝিনাইদহ শহরের র‌্যাব ক্যাম্পের পাশে ভাড়া বাসার সামনে ছেড়ে দেয়। ভিকটিম অসুস্থ হয়ে বাসায় পৌঁছে সব ঘটনা খুলে বলে। স্বামী তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ ধর্ষক লিটু ও শিমুলকে গ্রেফতার করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ধর্ষিতার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। দুই আসামি গ্রেফতার হয়েছে। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More