দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের বালি গর্তের পানিতে ডুবে আবুল বাশার খাঁন(১২) নামের প্রতিবন্ধী কিশোরের মৃতু হয়েছে।মৃত আবুল বাশার দামুড়হুদা খাঁন পাড়ার আব্দুল মমিন খাঁনের ছেলে। ২৪ঘন্টা পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
দামুড়হুদা সদর ইউপির সাবেক মেম্বর ও পরিবারের লোকজন জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে আবুল বাশার বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি।সারাদিন বহু খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গতকাল তার মা ঐ বালি গর্তের ধারে খুজতে গেলে বাদ সাধে বিশধর সাপ। মৃত বাশারের মা ঐ সময় দুটি বিষধর সাপ তার সামনে ফনা তুলে দাড়ায় এসময় একটি সাপ সরে গেলেও অপর সাপটি ফনা তুলে দাড়িয়ে থাক। এসময় সে সেখান থেকে সরে আসে।এরপর মৃতের মা, বাবা আব্দুল মমিন সহ পরিবারের লেকজন বিভিন্ন আতিœয়ের বাড়ীতে খুজতে বের হয়। সকাল পর্যন্ত বিভিন্ন আতিœয় সজনের বাড়ীতে খোঁজা খুঁজি করে বাড়ী ফেরার আগেই আজ সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের ছেলেরা ঐ বালি গর্তে মাছ ধরতে গিয়ে প্রতিবন্ধী কিশোরের মরদেহ পানিতে ভাসতে দেখে গ্রামে খবর দিলে স্থানীয়রা ও পরিবারের লোকজন সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।পরে মৃতের বাবা মায়ের কাছে মরদেহ পাওয়া গেছে এমন সংবাদ দিলে তারা বাড়ীতে ফিরে আসে।
পরিবারের লোকজনসহ স্থানীয়রা ধারনা করছেন বালি গর্তের ধারে ঘুরতে গিয়ে অসাবধানতা বসত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যূতা নিশ্চিত করেছেন।# #
এছাড়া, আরও পড়ুনঃ